পাথারকান্দি (অসম), ২৪ মে (হি.স.) : করিমগঞ্জের বাজারিছড়ায় প্রায় চল্লিশ লক্ষাধিক টাকার ড্রাগস সহ বাজারিছড়া পুলিশের হাতে আটক হয়েছে এক মাদক কারবারি । ধৃত যুবক ডেঙ্গারবন্দ জিপির বৈঠাখাল বস্তির মৃত আব্দুল জব্বারের পুত্র তাজুল ইসলাম ।
পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে রান্না ঘর থেকে চারটি সাবানের প্যাকেটে হেরোইন সহ তাজুলকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ড্রাগসের মুল্য চল্লিশ লক্ষাধিক টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে ।
জানা গেছে মঙ্গলবার গভির রাতে স্থানীয় থানার ওসি দীপক দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে তাজুলের বাড়িতে প্রবেশ করে তার রান্নাঘর থেকে ড্রাগসগুলো জব্দ করে। এ কান্ডে ধৃত তাজুল পেশায় মোটর চালক হলেও সে গত দীর্ঘদিন ধরে সর্বনাশা ড্রাগসের বাণিজ্যের সাথে জড়িত ছিল বলে অভিযোগ।তাছাড়া উক্ত এলাকার আরও তিন চার যুবক এমন কান্ডে জড়িত থাকার খবর পাওয়া গেছে। রাতে তাকে থানায় আটকে রেখে টানা জেরার পর বুধবার আদলতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে ধৃতের ঠাঁই হয় জেল হাজতে। এতে জড়িত অন্যদের পাকড়াও করতে পুলিশি অভিযান চলবে বলে পুলিশ সুত্রে জানা গেছে ।