অমরাবতী, ২৩ মে (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতী জেলায় যাত্রীবাহী এসইউভি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ৭ জন কমবেশি আহত হয়েছেন। সোমবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে অমরাবতী জেলার খাল্লার থানার অন্তর্গত দারিয়াপুর-অঞ্জনগাঁও সড়কে। দুর্ঘটনায় হতাহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, সোমবার রাত এগারোটা নাগাদ অমরাবতী জেলার খাল্লার থানার অন্তর্গত দারিয়াপুর-অঞ্জনগাঁও সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভি গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের ও ৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই একই পরিবারের সদস্য। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর দারিয়াপুরে ফিরছিলেন তাঁরা। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।