নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ বৃষ্টি হলেই ডুকলি মেড্ডা চৌমুহনী- রবীন্দ্রনগর যাওয়ার রাস্তা দিয়ে চলাছল করতে সমস্যা হয় লোকজনের৷ এই সমস্যা স্থানীয়দের দীর্ঘদিন ধরে৷পুর নাগরিকদের কাছ থেকে তাদের সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার এলাকাটি পরিদর্শনে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র- ইন কপর্োরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, কপর্োরেটর অদিতি ভট্টাচার্য, স্থানীয় কপর্োরেটর সহ আধিকারিকরা৷ তাদের সঙ্গে ছিলেন এলাকার লোকজনও৷ মেয়র জল জমা রাস্তাটি ঘুরে দেখেন৷ পাশাপাশি এই এলাকায় একটি নতুন রাস্তা হয়েছে সেটিও ঘুরে দেখেন৷ পরে মেয়র জানান, সেখানকার রাস্তা নির্মাণে পূর্ত দপ্তর কাজ হাতে নিয়েছে৷ তৈরি করা হবে ড্রেনও৷ তিনি বলেন, চেষ্টা চলছে সমস্ত চাহিদা পূরণ করা যতটুকু সম্ভব৷ চেষ্টা থাকবে এই বর্ষাতে যাতে আগরতলা শহরে বৃষ্টির জম না জমে৷ বিজেপি সরকার আসার পরে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, নতুন রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে৷
2023-05-23