কেজরিওয়াল-মমতাকে ভোটপাখী বলে কটাক্ষ অধীরের

মুর্শিদাবাদ, ২৩ মে (হি. স.) : কেজরিওয়াল-মমতা বৈঠকের আগেই তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মহাকরণে দুই নেতা-নেত্রীর বৈঠকের প্রাক্কালে অধীর তাঁদের ভোটপাখী বলে কটাক্ষ করেন।

অধীরবাবু মঙ্গলবার সংবাদমাধ্যমকে বহরমপুরে বলেন, বিজেপির বিরুদ্ধে মহাজোটের জন্য কলকাতায় এসে কেজরিওয়ালের আলোচনার প্রয়োজন নেই। আপ এবং তৃণমূল হচ্ছে কংগ্রেসকে খতম করে নিজেদের শ্রীবৃদ্ধি করার দল। অধীরবাবু বলেন, কর্নাটকের ভোটে দুশোটি আসনে লড়াই করেছে আপ। কংগ্রেসের প্রার্থীদের হারিয়েছে তারা। সেই আপ কি জোট করবে?

প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতায় এসে আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা বলেন।

মমতা এবং কেজরিওয়ালের বৈঠকের দিকে যখন রাজনৈতিক মহল তাকিয়ে ছিল, ঠিক তার আগেই অধীরবাবু এই বোমা বিস্ফোরণ ঘটান। এর আগে মেঘালয়, গোয়া, ত্রিপুরার ভোটে বিজেপিকে সাহায্য করার জন্যই তৃণমূল ওই তিন রাজ্যে প্রার্থী দিয়েছিল বলে কংগ্রেস অভিযোগ করে। গোয়ায় ভোটের প্রচারে গিয়ে খোদ রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, কংগ্রেসের ভোট কাটার জন্যই তৃণমূল প্রার্থী দিয়েছে। গোয়া এবং ত্রিপুরায় তৃণমূলের শৌচনীয় ফলাফল হয়েছে। মেঘালয়ে পাঁচটি আসন পেয়েছিল তৃণমূল। তার মধ্যে জনা তিনেক তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *