শ্রীনগর, ২৩ মে (হি.স.): হলিউড, বলিউডের জন্য জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার উন্মুক্ত। মঙ্গলবার পর্যটন সংক্রান্ত কর্মীগোষ্ঠীর তৃতীয় বৈঠকের মূল অনুষ্ঠানে এ কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের বহু-সাংস্কৃতিক নীতি প্রতিফলিত করে। তিনি জানান, বলিউড এবং হলিউডের জন্য ‘ভূস্বর্গের’ দরজা খুলে দেওয়ার জন্য চলচ্চিত্র নীতি ২০২১-এর অধীনে চলচ্চিত্র পর্যটনকে পুনরুজ্জীবিত করা হয়েছে।
ভারতের জি-২০ সভাপতিত্বে পর্যটন সংক্রান্ত কর্মীগোষ্ঠীর তৃতীয় বৈঠকের মূল অনুষ্ঠান, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়। উপরাজ্যপাল মনোজ সিনহা বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, এই অঞ্চলের সমৃদ্ধ পর্যটন শিল্প, ভারতের বহু-ধর্মীয় এবং বহু-সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন। তিনি জানান, গত বছর জম্মু-কাশ্মীরের জিডিপিতে পর্যটন খাতের অবদান ছিল ৭ শতাংশ।