নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ রক্তদান শিবির করতে যাচ্ছে ন্যায্যমূল্য দোকান পরিচালক সমিতি এ এম সি কমিটি৷সমিতির তরফে জানানো হয় বুধবার সকালে পুর এলাকায় এজন্য সমস্ত রেশন শপ বন্ধ থাকবে৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবির করতে যাচ্ছে ন্যায্যমূল্য দোকান পরিচালক সমিতি এ এম সি কমিটি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি উত্তম কুমার ঘোষ৷ তিনি জানান, বুধবার সকালে হবে এই রক্তদান শিবির সমিতির কার্যালয়ে৷ এতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা৷ সমিতির তরফে জানানো হয় বুধবার সকালে পুর এলাকায় এজন্য সমস্ত রেশন শপ বন্ধ থাকবে৷