বেতনের টাকা না পেয়ে গন্ডাছড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  বেতনের নির্ধারিত টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে না দেওয়ায় ধোলাই জেলার গন্ডাছড়া মোহকুমার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা৷ তালা ঝোলালেন স্ব-শাসিত জেলা পরিষদের ২৩৯টি  শিশুকল্যান সেন্টারে৷ আজ সকাল থেকে গন্ডাছড়া মহকুমার জুড়ে  স্ব-শাসিত জেলা পরিষদের  এপ্রিল মাসের বেতনের  টাকা না পেয়ে  তালা দিলেন গন্ডাছড়া মহকুমার অঙ্গনাওয়াড়ী কর্মী ও সহায়িকারা৷ ১৯মে  বেতনের  টাকা  মিটিয়ে দেওয়ার দাবিতে  তারা গন্ডাছড়া মহকুমা শিশুকল্যাণ দপ্তর অফিসের ভারপ্রাপ্ত সিডিপিও মঙ্গল রংখলের কাছে ডেপুটেশন দিয়েছিলেন এবং অফিসে তালা দিয়েছিলেন৷ সিডিপিও তাদেরকে আশ্বাস দেন যে শনিবার দিন ২০ তারিখ তাদের  টাকা  মিটিয়ে দেওয়া হবে৷ প্রতিমাসই তাদের মোবাইলে বেতন ঢোকার আগে বার্তা দেওয়া হয়৷কিন্তু দেখা যায় মে মাসের ২০ তারিখ  পার হয়ে গেলেও তাদের মোবাইলে কোন বার্তা আসে নি৷ তাতে ক্ষুব্ধ হয়ে সোমবার গন্ডাছড়া মহকুমার  ৩৩৯ টি শিশু কল্যাণ সেন্টারে  তালা  ঝুলিয়ে দেন তারা৷সকাল থেকে দিদিমনি হেল্পার কেউই উপস্থিত ছিলেন না সেন্টারে৷
 এনিয়ে ভারপ্রাপ্ত সিডিপিও গন্ডা ছড়া মহাকুমার মঙ্গল রাংখলের কাছে জানতে চাইলে তিনি বলেন যে তারা যে ডেপুটেশন দিয়েছে তার মধ্যে কোন উল্লেখ ছিল না যে আজ তারা বেতনের টাকা না পাওয়াতে সেন্টার বন্ধ রাখবেন৷  তিনি বলেন যে আজ তাদের বেতনের  টাকা ব্যাংকে জমা হয়ে গেছে৷ তবে তারা ইচ্ছা করলে টাকা তুলতে পারেন৷ তবে তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের অনুরোধ করেন যে আগামীকাল মঙ্গলবার  থেকে যাতে সেন্টারগুলো তারা খুলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *