শ্রীনগর, ২২ মে (হি.স.) : শ্রীনগরে এখন ধর্মঘটের ডাক শোনার কেউ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উন্নয়ন দেখেছে। সোমবার শ্রীনগরে জি-২০ ইভেন্টের আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং একথা বলেন। জিতেন্দ্র সিং বলেন, একটা সময় ছিল যখন পাকিস্তান থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং শ্রীনগরের লোকেরা বনধ পালন করত। জনগণের মানসিকতা এখন পরিবর্তিত হয়েছে কারণ পাকিস্তান এবং শ্রীনগর থেকেও ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে কিন্তু মানুষ তাতে কর্ণপাত করছে না।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা একটি বার্তা নিয়ে ফিরে যাবেন যে জম্মু ও কাশ্মীর নিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের তৈরি করা মিথ্যা আখ্যান আর বিদ্যমান নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত নয় বছরে ভারত উন্নয়ন দেখেছে। জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে তরুণরা নিজেদের অর্জন থেকে দূরে রাখতে চায় না।

