নয়াদিল্লি, ২২ মে (হি.স.): আগামী ২৮ মে নবনির্মিত সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, প্রধানমন্ত্রী পরিবর্তে নতুন সংসদ ভবন রাষ্ট্রপতির দ্বারা উদ্বোধন হওয়া উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার একের পর এক টুইট করেছেন খাড়গে। প্রথমে টুইটে খাড়গে লেখেন, নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ভারতের সংসদ হল ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, ভারতের রাষ্ট্রপতি হলেন এর সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ।
দ্বিতীয় টুইটে খাড়গে লেখেন, রাষ্ট্রপতি একাই সরকার, বিরোধী দল এবং প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করেন। তিনি ভারতের প্রথম নাগরিক। তাঁর দ্বারা নতুন সংসদ ভবনের উদ্বোধন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক অধিকারের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক হবে। তৃতীয় টুইটে খাড়গে লেখেন, মোদী সরকার বারবার অধিকারকে অসম্মান করেছে। বিজেপি-আরএসএস সরকারের অধীনে ভারতের রাষ্ট্রপতির কার্যালয়কে টোকেনিজমে পরিণত করা হয়েছে। চতুর্থ টুইটে খাড়গে বিজেপি সরকারের সমালোচনা করে লেখেন, মনে হচ্ছে মোদী সরকার শুধুমাত্র নির্বাচনী কারণেই দলিত ও উপজাতি সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিশ্চিত করেছে। যদিও প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী কোবিন্দকেও নতুন সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, আগামী ২৮ মে নবনির্মিত সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং নতুন ভবনটি আত্মনির্ভর ভারতের চেতনার প্রতীক (আত্মনির্ভর ভারত)। নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদের বর্তমান ভবনটি ১৯২৭ সালে উন্মুক্ত হয়েছিল এবং এখন প্রায় ১০০ বছর বয়স হতে চলেছে। বর্তমান চাহিদা অনুযায়ী এই ভবনে জায়গার অভাব অনুভূত হচ্ছিল। উভয় কক্ষেই সংসদ সদস্যদের বসার সুবিধাজনক ব্যবস্থার অভাব ছিল, যা সদস্যদের কাজের দক্ষতাকে প্রভাবিত করছে। লোকসভা ও রাজ্যসভা, উভয় কক্ষই সংসদের জন্য নতুন ভবন নির্মাণের জন্য সরকারকে অনুরোধ জানিয়ে প্রস্তাব পাস করেছিল। ফলস্বরূপ, ২০২০ সালের ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নবনির্মিত সংসদ ভবনটি রেকর্ড সময়ে গুণমানের সঙ্গে নির্মাণ করা হয়েছে।