মদ কেলেঙ্কারিতে ১২১.৮৭ কোটি টাকার ১১৯টি সম্পত্তি সংসুক্ত করেছে ইডি

রায়পুর(ছত্তিশগড়), ২২ মে (হি.স.) : ২,০০০ কোটি টাকার ছত্তিশগড় মদ কেলেঙ্কারিতে ১২১.৮৭ কোটি টাকার মূল্যের সম্পত্তি সংসুক্ত করেছে ইডি। এর মধ্যে আইএএস অনিল টুতেজা, আনোয়ার ধেবর, অরুণপতি ত্রিপাঠি, অরবিন্দ সিং এবং বিকাশ আগরওয়ালের ১১৯টি সম্পত্তিও রয়েছে। এছাড়া রয়েছে আনোয়ার ধেবারের হোটেল ওয়াংটন কোর্ট। এর মধ্যে ১৪টি সম্পত্তি আইএএস অনিল টুতেজার, যার মূল্য ৮.৮৮৩ কোটি টাকা। সোমবার এই তথ্য দিয়েছে ইডি।

এর আগেও, ইডি অন্যান্য অফিসারদের ৫৮ কোটি টাকার সম্পত্তি মামলায় যুক্ত করেছে। ইডি এখনও পর্যন্ত ১৮০ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে। এই মামলায় ব্যবসায়ী ও কয়েকজন কংগ্রেস নেতার জড়িত থাকার প্রমাণ পেয়েছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *