ধর্মনগরে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উত্তর জেলা পুলিশ এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাইবার ক্রাইম এর উপর এক দিবসীয় সচেতনতা শিবির৷এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ,ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং আগরতলা থেকে আগত সাইবার ক্রাইম এক্সপার্ট বাপি সাহা সহ অন্যান্যরা৷ বৃক্ষের জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা৷ সাইবার ক্রাইম সম্বন্ধে বলতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন ত্রিপুরা রাজ্যের জনগণ যদি বাইরে যায় তাহলে তারা যাতে নগদ অর্থ ব্যবহার করে তাছাড়া তিনি কোনরকম অনলাইন ট্রানজেকশন করেন না৷ অন্যদিকে সাইবার ক্রাইম বিষয় নিয়ে আলোচনা রাখেন ধর্মনগর মহকুমা শাসক এবং তিনি ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরেন৷