প্রয়াত সমীর দেবকে শেষ শ্রদ্ধা জানাল সিপিএম পশ্চিম জেলা কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ প্রয়াত সিপিআইএম নেতা সমীর দেব-কে শেষ শ্রদ্ধা জানাল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি৷  
শনিবার নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন সিপিআইএম নেতা সমীর দেব৷ প্রথম দিকে তিনি বিষয়টি গুরুত্ব দেন নি৷ পরবর্তী সময় শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওনাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ ঐ দিনই জিবি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ তারপর ওনার মৃতদেহ জিবি হাসপাতালের মর্গে রাখা হয়৷ পুনে থেকে ওনার মেয়ে রাজ্যে আসার পর সোমবার মেয়ের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত সমীর দেব-র মৃতদেহ৷ তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে৷ সেখানে সিপিআইএম নেতা পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা প্রয়াত সমীর দেব-কে শেষ শ্রদ্ধা জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *