এক পরিবারের মতোই বিজেপি ত্রিপুরায় কাজ করে চলেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মে (হি. স.) : এক পরিবার মতোই দল ত্রিপুরায় কাজ করে চলেছে। মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দিলেও, বিজেপি-তে কারোর সাথেই মতানৈক্য নেই। এই দাবি করে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের বহিরাগত ইস্যু নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন। তাঁর সাফ কথা, ওই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।
তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপিতে প্রত্যেকেই ঐক্যবদ্ধ আছেন। এমনকি, নেতাদের মধ্যে মতানৈক্য নেই। তাঁর মতে, দল এক পরিবারের মতো ত্রিপুরায় কাজ করে চলেছে। মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দেয় ঠিকই। কিন্তু, শীর্ষ নেতৃত্বের সহায়তায় আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে হয়।
প্রসঙ্গত, গতকাল রবিবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপিতে বহিরাগতদের হস্তক্ষেপের অভিযোগ এনে প্রচন্ড বিরক্তি প্রকাশ করেছেন। হাইকমান্ডের কাছে নালিশ করবেন বলেও জানিয়েছিলেন। এ-বিষয়ে আজ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সাফ জানালেন, কোন মন্তব্য করতে চাই না।