নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ রবিবার রাতে আনুমানিক সাড়ে ১০টা নাগাদ খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয়ে ক্ষুব্ধ লোকজন তাণ্ডব চালায়৷ ওইদিন সন্ধ্যায় খোয়াই শহর ও তার আশপাশ এলাকায় ঝড়ো বাতাস এবং হালকা বৃষ্টিপাত হয়৷ আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা৷ রাতে বিদ্যুৎ নিগমের সাথে ফোনে যোগাযোগ করা সত্ত্বেও সদুত্তর না পাওয়ায় এলাকাবাসী রাত সাড়ে ১০টা নিগম কার্যালয়ে এসে উপস্থিত হয়৷ সেখানে নিগমের কর্মকর্তাদের না পেয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়৷ এলাকাবাসীর হাতে আক্রান্ত হন গ্রুপ-ডি কর্মচারী সজল সরকার৷ অন্য কর্মচারীরা প্রাণ বাঁচতে অফিস ছেড়ে পালিয়ে যায়৷
2023-05-22