অর্থ দপ্তরের উদ্যোগে ডিডিওদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ অর্থ দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন দপ্তরের অধিকর্তা ও ডিডিও-দের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী৷  প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব আকিনঞ্চন সরকার, ডিটিও- আগরতলা এক হর্ষিতা বিশ্বাস, আধিকারিক কালিপদ পাল সহ অণ্যান্যরা৷ সাম্প্রতিক সময়ে অর্থ দপ্তর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্মচারী, জনগণ  ও সরকারের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে৷ সমস্ত অফিসের অধিকর্তা ও ডিডিও-দের এই প্রযুক্তি সঠিক ব্যবহার করতে হবে৷ কর্মচারী যারা ২০১৮-র আগে কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন তাদের জিপিএফ নিয়ে কিছু সমস্যা সামনে আসছে৷ বেতন থেকে জিপিএফ-র টাকা কাটা হলেও তা ক্রেডিট হচ্ছে না একাউন্টে৷ ডিডি-র দায়িত্ব বিষয়টি এ জি-র নজরে নেওয়া৷ কিন্তু এই ক্ষেত্রে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানান অতিরিক্ত সচিব আকিনঞ্চন সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *