ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।।জাতীয় ক্রীড়ায় লজ্জার পরাজয় ত্রিপুরার। নষ্ট হলো ত্রিপুরার সম্মান। দুই ম্যাচ খেলে ত্রিপুরা হজম করলো ৯৬ গোল। দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৩ তম জাতীয় সাবজুনিয়র হকি প্রতিযোগিতা। তাতে ত্রিপুরাকে রাখা হয়েছিলো ‘ই’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রয়েছে দিল্লি হকি, অসম হকি এবং হকি পাঞ্জাব। ২০ মে হকি পাঞ্জাবের বিরুদ্ধে ৪২-০ গোলে এবং ২১ মে দিল্লি হকি দলের বিরুদ্ধে ৫৪- ০ গোলে লজ্জাজনক পরাজয় হয় ত্রিপুরার। ২৩ মে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অসম হকি । রাজ্য সরকার যখন ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য বদ্ধ পরিকর তখন জাতীয় আসরে এমন লজ্জাজনক ফলাফল দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। জানা গেছে, ত্রিপুরা স্টেট অলিম্পিক সংস্থার ব্যানারে পাঠানো হয়েছিলো দল। আর ওই দলে ত্রিপুরার কতজন খেলোয়াড় রয়েছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে ক্রীড়ামহল। আশঙ্খা করা হচ্ছে অর্থের বিনিময়ে ভিনরাজ্যের খেলোয়াড়দের দিয়ে দল গড়ে পাঠানো হয়েছে আসরে।
2023-05-21

