ব্যর্থ তৃণমূল ! ঝাড়ু হাতে চাঁচলে সাফাই অভিযান কংগ্রেসের

চাঁচল, ২১ মে (হি. স.) : ঝাড়ু হাতে চাঁচলে সাফাই অভিযান করল কংগ্রেস। শহরকে জঞ্জালমুক্ত করতে ব্যর্থ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আবর্জনায় ভরে থাকছে শহরের রাস্তা। এই অভিযোগে রবিবার ভোর থেকে চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক জনির নেতৃত্বে শুরু হয় এই কর্মসূচি। বাস স্ট্যান্ড, চাঁচল বাজার, সুকান্ত মোড় থেকে শুরু করে চাঁচলের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঝাড়ু হাতে সাফ করেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের অভিযোগ, চাঁচলবাসীকে ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল। নিয়মিতভাবে পরিষ্কার হয় না রাস্তা। সাফাই কর্মীদের দেওয়া ন্যায্য টাকা হয় না। সেই টাকা নিয়েও দুর্নীতি করে তৃণমূল। তাই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। কংগ্রেস নেতৃত্বের মতে, তারা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত।
চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক জনি বলেন, ‘একে তৃণমূল মহকুমা সদর চাঁচলকে পুরসভা থেকে বঞ্চিত রেখেছে। তারপরে পঞ্চায়েত সঠিকভাবে কাজ করে না। নিয়মিতভাবে পরিষ্কার হয় না চাঁচলের রাস্তা। কংগ্রেস সরকারে না থাকলেও মানুষের দরকারে রয়েছে। তাই রাস্তা পরিষ্কার করতে নিজেরাই ঝাড়ু হাতে নেমেছি। এরপরেও তৃণমূলের চেতনা না হলে এই কর্মসূচি আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে করব।‘
যদিও তৃণমূলের কটাক্ষ এটা ভোটমুখী রাজনীতি। চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার বলেন, ‘পাঁচ বছর আমরা মানুষকে সঠিক পরিষেবা দিয়েছি। সামনে পঞ্চায়েত ভোট তাই কংগ্রেস এটা রাজনীতি করছে।‘

এদিকে সাফাই অভিযানকে সমর্থন করলেও খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, ‘তৃণমূলের শহরকে জঞ্জালমুক্ত করতে ব্যর্থ একথা সত্য। স্বচ্ছতা অভিযান আমাদের প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে শুরু করেছে। কংগ্রেস সেই কর্মসূচি ধার করেছে। তবে আমাদের ভালো দেখে কেউ অনুকরণ করলে সেটা ভালো লাগে।‘
সিপিআইএমের লোকাল কমিটির সদস্য সৌম্যশ্রী সাহার বলেন, ‘যে বিষয়ে তৃণমূল কাটমানি পায় না তা নিয়ে তৃণমূল কাজ করে না। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *