মথুরাপুর, ২১ মে (হি.স.) : মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার কাটানদিঘি এলাকায়। নিহত মহিলার নাম জাহানারা বিবি। অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন রফিকুল গাজী, তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে মা এর সাথে বচসা শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করে সে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহানারা বিবি। পরে ঘটনার খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জাহানারা বিবিকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হাবরা পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।