জাতীয় স্কুল দাবার জন্য সিলেকশন ট্রায়াল স্থগিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। হলো না নির্বাচনী শিবির। দাবাড়ু-‌র সংখ্যা কম থাকায়। জাতীয় স্কুল দাবায় অংশগ্রহণের জন্য রবিবার ছিলো নির্বাচনী শিবির। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো অনূর্ধ্ব-‌১৯ ওই শিবির। তাতে মাত্র অংশ নিলেন ৩ জন দাবাড়ু। কৈলাসহর থেকে ২ জন এবং সাব্রুম থেকে ১ জন দাবাড়ু অংশ নিয়েছেন। মাত্র ৩ জন দাবাড়ু আসায় শেষ পর্যন্ত শিবির করানো সম্ভব হয়নি। পরে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্মসচিব দিব্যেন্দু দত্ত জানান, আজ সভা করে আসরে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে ওই ১৭ দাবা আসরে যারা সাফল্য পেয়েছিলো তাদের ডাকা হবে। যদি ওরা লিখিত দেয় আগামীদিনে আর অনূর্ধ্ব-‌১৭ আসরে খেলবে না। আবাক করার বিষয় হলো, নির্বাচনী শিবিরের সময় আগে থেকে ঠিক করা হলেও এদিন এন এস আর সি সি-‌র চত্তরে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের কোনও কর্তার টিকির নাগাল পাওয়া যায়নি। প্রসঙ্গত:‌ ৬-‌১১ জুন দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-‌১৯ স্কুল দাবা প্রতিযোগিতা।‌