ঝড়েও তো বন্ধ হয়ে গিয়েছিল নবজোয়ার, ২দিন বিশ্রাম পেলেন সিবিআইকে ধন্যবাদ দিন : দিলীপ ঘোষ

কলকাতা, ২১ মে (হি. স.) ঝড়েও তো বন্ধ হয়ে গিয়েছিল নবজোয়ার, ২দিন বিশ্রাম পেলেন সিবিআইকে ধন্যবাদ দিন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

ন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি বন্ধ করার চেষ্টা ছাড়া সিবিআই তলবের অন্য কোনও কারণ নেই বলেই দাবি করেন তিনি। এই ইস্যুতে মুখ খুলে রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “ঝড়েও তো বন্ধ হয়ে গিয়েছিল নবজোয়ার। উনি ২দিন বিশ্রাম পেলেন সিবিআইকে ধন্যবাদ দিন। নবজোয়ার করুন না সারা বছর। যখন উনি বলেছেন সহযোগিতা করবেন তাই সিবিআই ডেকেছে। সহযোগিতা করা উচিত। উলটোপালটা বলছেন কেন?”
ঘোষের দলিল উদ্ধারের প্রসঙ্গও তোলেন অভিষেক। তারও পালটা জবাব দেন দিলীপ। তাঁর কথায়, “আমার নাম জপ করে বাঁচতে পারবেন না। যে যা করেছে জবাব দিতে হবে। আদালতে গিয়ে জবাব দিতে হবে। যেদিন আমাকে ডাকবে সেদিন আমি জবাব দেব।”
মদন মিত্রের ক্ষোভেও ঘৃতাহুতি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “সব জায়গায় দালালি চলছে। যে নেতা যেমন পারছে কাজ করিয়ে নিচ্ছে। কাজ আটকালে গণ্ডগোল। কোনও সিস্টেম নেই। সবাই নিজের মতো চালাচ্ছে। পার্টির উপর কারও নিয়ন্ত্রণ নেই। নেতারা জেল যাওয়া থেকে বাঁচার জন্য আদালতে যাচ্ছে। ডামাডোল পরিস্থিতি। তার মধ্যে পুরনোরা বুঝতে পারছে কোণঠাসা হয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, শুক্রবার দুপুরে সিবিআইয়ের নোটিস পান অভিষেক। বাঁকুড়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে রাতেই কলকাতায় ফিরে আসেন। শনিবার সিবিআই দফতরে হাজিরা দেন অভিষেক। রবিবারও ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত। সোমবার থেকে কর্মসূচি শুরু হবে বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *