ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।।ফাইনাল আগামীকাল। মহারণে আগামীকাল মুখোমুখি হবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি এবং ব্রাইট ডায়মন্ড ক্লাব। রাঙ্গামাটি স্কুল মাঠে আগামীকাল সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দুই দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ফাইনাল ম্যাচে দুই দলই কিছুটা শক্তি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে বলে খবর। বলা বাহুল্য, গত শুক্রবার রাঙ্গামাটি স্কুল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাইট ডায়মন্ড ক্লাব ৫ উইকেটের ব্যবধানে জুপিটার ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। এদিকে, গত ১৭ মে বুধবার প্রথম সেমিফাইনালে দেবার্প্রিত ক্রিকেট একাডেমী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষ ইয়াপ্রি কৌতাল ক্লাবকে ৭৮ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।
2023-05-21

