অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ে তুলতে ব্যস্ত। এরই ধারাবাহিকতায় রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেজরিওয়ালের সঙ্গে এটি নীতীশের দ্বিতীয় বৈঠক। নীতীশ কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।