শিলিগুড়ি, ২১ মে (হি. স.) শিলিগুড়ি ডিভিশনের ফাঁসিদেওয়ার জলাস নিজামতারা এলাকায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম রোমানশিস মিঞ্জ (৩১)। নিহত ব্যক্তি রেলওয়ে বিভাগে গেটম্যান হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে খবর, রবিবার সকালে ওই যুবক ঘর থেকে বের হয়নি বলে সন্দেহ হয়। বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। যুবককে ফাঁসিদেওয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।