রাজাজি জাতীয় উদ্যানে ছাড়া হল বাঘিনী, পুষ্কর বললেন পরিবেশ ও অর্থনীতির ভারসাম্যের পথে বড় পদক্ষেপ

দেহরাদূন, ২০ মে (হি.স.): রাজাজি জাতীয় উদ্যানের মোতিচুর রেঞ্জে ছাড়া হল একটি বাঘিনী-কে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব শনিবার এই বাঘিনীকে জাতীয় উদ্যানে ছাড়েন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, “একটি বাঘিনীকে রাজাজি উদ্যানে ছাড়া হল। পরিবেশ ও অর্থনীতির ভারসাম্যের পথে এগিয়ে চলতে এটা বড় পদক্ষেপ। পরিবেশকে বাঁচাতে আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের বনমন্ত্রী সুবোধ উনিয়াল রাজাজি জাতীয় উদ্যানের মতিচুর রেঞ্জের পরিদর্শন করেছেন। এই উপলক্ষে, করবেট টাইগার রিজার্ভের বনাঞ্চল থেকে আনা একটি বাঘিনীকে রাজাজি টাইগার রিজার্ভের মোতিচুর বনাঞ্চলের ঘের থেকে ছেড়ে দেওয়া হয়।