ক্রুজে মাদক মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন সমীর ওয়াংখেড়ে, বললেন সত্যেরই জয় হবে

মুম্বই, ২০ মে (হি.স.): বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে সম্পর্কিত ক্রুজ থেকে মাদক মামলায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন মুম্বই এনসিবি-র প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মুম্বইয়ে সিবিআই-এর দফতরে হাজিরা দিয়েছেন সমীর। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমীর শুধু একটাই কথা বলেছেন, আর তা হল, “সত্যের জয় হবে।”

মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করে রাতারাতি শিরোনামে উঠে আসেন এনসিবি-কর্তা সমীর ওয়াংখেড়ে। আরিয়ানকে মাদক মামলায় ফাঁসিয়ে শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা আদায়ের চেষ্টা করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তে নেমেছে সিবিআই। একাধিক জায়গায় সমীরের সম্পত্তিতে তল্লাশিও হয়েছে। তারই সূত্র ধরে এনসিবি-রিপোর্টেও সামনে এসেছে তাদের এক সময়ের সবচেয়ে আলোচিত আধিকারিকের সম্পত্তির পরিমাণ। তার সঙ্গে তাঁর বিদেশভ্রমণের তথ্য সামনে আসায় চোখ কপালে তদন্তকারীদের। যাবতীয় বিষয়ে শনিবার সিবিআই-এর মুখোমুখি হয়েছেন সমীর।