মুম্বই, ২০ মে (হি. স.) : শুক্রবারই পিতৃহারা হয়েছেন বলিউডের দুই অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। রাত পোহাতেই বাবার শুরু হয় শেষ কৃত্য। শনিবার শেষকৃত্যে বাবার দেহ কাঁধ দিলেন দুই ছেলে । এদিন সাদা পাঞ্জাবীতে এদিন দেখা গেল দুই বলিউড স্টারকে। রোখে রোদ চশমা। কাঁধে গামছা নিয়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধ দিলেন দুই ছেলে।
পি খুরানার প্রয়াণের খবর সামনে আসতেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। রাত পোহাতেই বাবার শুরু হয় শেষ কৃত্য। শনিবার সকাল থেকেই এই স্টারের বাড়িতে বহু মানুষের সমাগম ঘটে। বেলা বারলেই শুরু হয় অন্তিমযাত্রার প্রস্তুতি। সাদা পাঞ্জাবীতে এদিন দেখা গেল দুই বলিউড স্টারকে। রোখে রোদ চশমা। কাঁধে গামছা নিয়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধ দিলেন দুই ছেলে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোকজ্ঞান জানান অনুরাগীরা। শুক্রবার বাবার মৃত্যু খবর সামনে এনেছিলেন অপারশক্তি খুরানার টিম। এ প্রসঙ্গে অপারশক্তির মুখপাত্রের তরফে সংবাদমাধ্যমে বলা হয়, “শুক্রবার মোহালিতে সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। এক কঠিন সময়ে সকলকে পাশে চাইছি।”
উল্লেখ্য, পেশায় সংখ্যাতত্ত্ববিদ ছিলেন পি খুরানা। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। বাবার খুব কাছের ছিলেন দুই ছেলেই। এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তাঁরা। তবে শেষ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পি খুরানা।