কলকাতা, ২০ মে (হি. স.) : এগরাকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দু’জন। দু’জনেরই মৃত্যু হল।
শুক্রবার সন্ধ্যায় মারা যান রবীন্দ্র মাইতি। এগরা বাজিকাণ্ডে শনিবার এসএসকেএমে চিকিৎসাধীন দ্বিতীয় রোগীরও মৃত্যু হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় খাদিকুলের পিঙ্কি মাইতির। এগরার খাদিকুল গ্রামে বাজির কারখানায় গত ১৬ মে ঘটনার দিন ৯ জন মারা গিয়েছিলেন। শুক্রবার অর্থাৎ ১৯ মে ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। এরপর শুক্রবার রাতে মারা যান রবীন্দ্র মাইতি। শনিবার মারা গেলেন পিঙ্কি।