বক্সঅফিসে বড় সাফল্য, ২০০ কোটির পথে এগোচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’

মুম্বই, ২০ মে (হি.স.) : বক্স অফিসে বড় সাফল্য । ২০০ কোটির কাছাকাছি দিকে এগোচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি মুক্তি পেয়েছে ১৫ দিন হয়ে গিয়েছে। বিতর্কের মধ্যে ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে, দর্শকদের মধ্যে সাড়া ভালোই মিলেছে। ছবিটি গত ১৪ দিনে ১৭১ কোটি টাকার উপরে ব্যবসা করেছে। অন্যদিকে, ১৫ তম দিনে গত শুক্রবার ৬ কোটি টাকার ব্যবসা করেছে।

শুক্রবার দেশজুড়ে ৬.৬০ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। তৃতীয় সপ্তাহে পা দিয়ে এই ছবির ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ১৭৮.৩২ কোটি টাকা। শনিবার ও রবিবার ছুটির দিনে ছবির আয় বেশ খানিকটা বাড়বে। ফলে সপ্তাহান্তে ২০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে ‘দ্য কেরালা স্টোরি’। প্রথম বাঙালি পরিচালক হিসাবে বলিউডের ২০০ কোটির এলিট ক্লাবে ঢুকে পড়বেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার ‘দ্য কেরালা স্টোরি’র প্রচারে কলকাতায় এসে ক্ষোভ উগরে দিয়েছে জলপাইগুড়ির ভূমিপুত্র পরিচালক সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’ শীর্য আদালতের রায়ের পরও কেন পশ্চিমবঙ্গে হল পাচ্ছে না সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন পরিচালক। জানিয়েছেন হল মালিকদের কাছে হুমকি ফোন আসছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, পদ্মাবতের ক্ষেত্রে শিল্পীর বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা মমতা তাঁর ছবির বেলায় কেন অন্য অবস্থান নিচ্ছেন?

উল্লেখ্য, অশান্তির আশঙ্কার কথা বলে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিল সরকার।‘দ্য কেরালা স্টোরিতে’ রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের ।