বদরপুর-আদরকোণা পূর্ত সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

বদরপুর (অসম), ২০ মে (হি.স.) : করিমগঞ্জের বদরপুর থেকে আদরকোণা পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা বেহাল। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনগণ। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু গত দেড় বছর থেকে কাজ হচ্ছে না গুরুত্বপূর্ণ এই সড়কে। ফলস্বরূপ দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। সাধারণ মানুষ বেশ কয়েকবার বিভাগীয় কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, কোনও লাভ হয়নি।

আজ শনিবার বদরপুরঘাট-আদরকোণা সড়কটি সংস্কারের দাবিতে প্রতিবাদে নামেন স্কুল পড়ুয়া কচিকাঁচা সহ সাধারণ মানুষ। এদিন তাঁরা বিধায়ক হায় হায়, সাংসদ কৃপানাথ মালা হায় হায়, অসম সরকার হায় হায় সহ বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন এলাকা।

প্রতিবাদকারীরা জানান, অসম সরকার বিগত দেড় বছর আগে সড়কের জন্য অর্থ মঞ্জুর করেছিল। তা সত্ত্বেও সংস্কার হয়নি সড়কের। যার ফলে আজ প্রতিবাদী কার্যসূচি পালন করছেন তাঁরা। বদরপুরঘাট-আদরকোণা পূর্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *