ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।সামনেই রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই এর জাতীয় ক্রিকেট আসর। জাতীয় স্তরের ক্রিকেট আসরকে সামনে রেখে রাজ্য দল গঠনের লক্ষ্যে এখন শুরু হল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মহিলা ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। শনিবার থেকে আগরতলা এমবিবি স্টেডিয়ামে শুরু হয় এই শিবির। এতে অংশ নেন রাজ্যের সিনিয়র ও অনুর্ধ ২৩ মহিলা ক্রিকেটার। মোট ৩৯ জন মহিলা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশেষ এই শিবির চলবে আগামী ২৬ মে পর্যন্ত। রাজ্য মহিলা ক্রিকেট দলের প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন সন্দীপ দাহাদ। এর আগে ২০১৩ সালে তিনি রাজ্য রঞ্জিত দলের প্রশিক্ষক ছিলেন। তার প্রশিক্ষনেই রাজ্য রঞ্জি দল সে সময় প্রথমবার নকআউট খেলার যোগ্যতা অর্জন করেছিল। এই সাফল্যের ভিত্তিতেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা তাকে এবার মহিলা ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়। আর সেই দায়িত্ব পেয়ে এবার প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। শনিবার এমবিবি স্টেডিয়ামের ইন্ডোরে বেশ কিছু সময় মহিলা ক্রিকেটারদের ব্যাটিং বোলিং পদ্ধতির সম্পর্কে অবগত করালেন। এক সময়কার রাজ্য রঞ্জিত দলের প্রশিক্ষককে চিফ কোচ হিসাবে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত রাজ্যের মহিলা ক্রিকেটাররা। প্রথম দিনের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রশিক্ষক সন্দীপ দাহাদ জানান, প্রাথমিকভাবে লক্ষ্য দলকে কোয়ালিফাই করা। এরপর নকআউটে। আর সেই রকম আপনাকে সামনে রেখে ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে। ম্যাচ প্র্যাকটিসের জন্য নিয়মিত মাঠ দেওয়া হয়েছে। তাই সেই সুযোগ কাজে লাগানো হবে। দ্বিতীয়বারের মতো প্রশিক্ষকের দায়িত্ব পাওয়ায় এদিন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনকে অভিনন্দন জানান তিনি
2023-05-20