মুম্বই , ১৯ মে (হি.স.) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়েকে ২২ মে পর্যন্ত গ্রেফতারের উপর নিষেধাজ্ঞা গিয়েছে বোম্বে হাইকোর্ট। সেই সঙ্গে ওয়াংখেড়েকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-র তদন্তে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত। সমীর ওয়াংখেড়ে আদালত, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে তিনি শনিবার সিবিআই তদন্তের জন্য অফিসে উপস্থিত থাকবেন।
সমীর ওয়াংখেড়ের আইনজীবী রিজওয়ান মার্চেন্ট বলেন, সিবিআই যে এফআইআর দায়ের করেছে তা সম্পূর্ণ বেআইনি, সে সময় সমীর ওয়াংখেড়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন। তার চার মাসের মধ্যে দুর্নীতি প্রতিরোধে মামলা দায়ের করা উচিত ছিল সিবিআইয়ের। তিনি আদালতকে একথা জানান। এর পরে আদালত সিবিআই এবং এনসিবি উভয়কেই জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
রিজওয়ান মার্চেন্ট বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে তদন্তের সময় সিবিআই সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করতে পারে। এরপর সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার না করার নির্দেশের দাবি ওঠে, যা আদালত গ্রহণ করে। রিজওয়ান মার্চেন্ট বলেন, এই বিষয়ে সিবিআইকে তদন্তের পরিধি বাড়াতে হবে। এর কারণ ছিল সমীর ওয়াংখেড়ে তার ঊর্ধ্বতনদের প্রতিটি কাজের রিপোর্ট করছিলেন।