নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন কিরেণ রিজিজু। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন কিরেণ রিজিজু। দায়িত্ব নেওয়ার পর বিরোধীদের উদ্দেশে রিজিজু বলেছেন, “আমার এই বদলি মোটেও শাস্তি নয়।”
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক থেকে সরিয়ে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেণ রিজিজুকে। এরপর থেকেই বিরোধীরা উপর্যুপরি কটাক্ষ করেছেন রিজিজুকে। এরই প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী বলেছেন, “বিরোধীরা অবশ্যই আমাকে সমালোচনা করবে। বিরোধীরা আমার সম্পর্কে কথা বলছেন এটি নতুন কিছু নয়। এই বদলি শাস্তি নয়, এটা সরকারের পরিকল্পনা। এটা প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতা।”

