ভারতে সক্রিয় কোভিড রোগী কমে ৯,০৯২; মৃত্যু আরও ৪ জনের, সুস্থতা নিরন্তর বাড়ছে

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ আরও কিছুটা কমেছে, সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯,০৯২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ৪ জনের মৃত্যুর পর শুক্রবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৮১৮ জনের (১.১৮ শতাংশ)।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৪৪,০১৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০১,০৫০ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৯৫,৮৭২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ মে সারা দিনে ভারতে ১,৩৫,৮৭৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *