নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে ২,০০০ টাকার নোট আর ইস্যু না করতে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আরবিআই।
মানুষ ব্যাংকে গিয়ে দুই হাজারের নোট বদলাতে পারবেন। লোকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকার নোট জমা করতে বা যেকোনো ব্যাঙ্কের শাখায় গিয়ে অন্যান্য মূল্যের নোটের সাথে বিনিময় করতে পারবে। লোকেদের মনে রাখতে হবে যে একবারে সর্বাধিক ২০,০০০ টাকার নোট বিনিময় করা যেতে পারে। এই প্রক্রিয়াটি ২৩ মে থেকে শুরু হবে এবং ৩০সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হবে।
২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে।