বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডি কে শিবকুমার। বৃহস্পতিবার কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবকুমারও। শোনা যাচ্ছে, ২০ মে (শনিবার) কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। ওই দিন শপথ নেবেন উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও। যদিও, আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
সিদ্দারামাইয়া কি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই প্রশ্নের উত্তরে ডি কে শিবকুমার বলেছেন, “দলের বৃহত্তর স্বার্থে…কেন নয়।” এদিন সকালে দিল্লিতে কে সি বেণুগোপালের বাড়িতে যান শিবকুমার। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে…।” এদিন বেণুগোপালের বাড়িতে যান সিদ্দারামাইয়াও। তাঁর সঙ্গেও কথা বলেছেন বেণুগোপাল। ২০ মে বেঙ্গালুরুতে আয়োজিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। কংগ্রেস সূত্রের খবর, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানাবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গান্ধী পরিবার, কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সিনিয়র নেতারা বেঙ্গালুরুতে এই অনুষ্ঠানে যোগ দেবেন।
সংখ্যাগরিষ্ঠ অর্জন করা সত্ত্বেও, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনকে ঘিরে কংগ্রেসের অন্দরে বিগত কয়েকদিন ধরে নিরন্তর আলোচনা চলেছে। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে থাকা দুই প্রবীন নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সকালেই দেখা যায়, ডি কে শিবকুমারের বেঙ্গালুরুর বাসভবনের বাইরে ব্যানার লাগানো হয়েছে, যেখানে শিবকুমারকে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।