সবকিছু ঠিক আছে এবং ভালোই থাকবে : শিবকুমার

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): মুখ্যমন্ত্রী হওয়া তাঁর আর হল না, হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই খুশি কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। বৃহস্পতিবারই কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন ডি কে শিবকুমার। দলের এই সিদ্ধান্তে তিনি যে খুশি, তা শিবকুমার নিজেই জানিয়েছেন।

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার বলেছেন, “সবকিছু ঠিক আছে এবং ভালো থাকবে। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে বলেছেন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং আমরা তা মেনে নিয়েছি।” উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর শিবকুমারকে মিষ্টি মুখ করান ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি।