ডিএ নিয়ে পথে নামছে বিজেপি, অন্য সংগঠনদের মিছিলে যোগ দিতে ডাক

কলকাতা, ১৮ মে (হি. স.) : বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে সরব হতে দেখা গিয়েছিল বিরোধী দলগুলিকেও। এবার সংঘবদ্ধ ভাবে সেই দাবিকেই পাথেয় করে শাসকদলের উপর চাপ সৃষ্টি করতে সরাসরি পথে নামছে পদ্ম শিবির।মঙ্গলবার দুপুর ১টায় ডিএ-সহ সাত দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপির শিক্ষক সংগঠন। পাশাপাশি অন্য শিক্ষক সংগঠনগুলির সদস্যদেরও এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।বিজেপি শিক্ষক শাখার রাজ্য আহ্বায়ক অসিত কুমার মন্ডল জানিয়েছেন, তাঁদের দাবিসমূহ: ১. শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শূণ‍্যপদে স্বচ্ছ নিয়োগ অবিলম্বে করতে হবে।

২. অবিলম্বে কেন্দ্রীয় হারে বকেয়া সমেত ডিএ দিতে হবে ।৩. শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলী সন্ত্রাস বন্ধ করতে হবে।

৪. ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সকল স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।৫. সমস্ত দেশের মত পিআরটি, টিজিটি ও পিজিটি হার অবিলম্বে চালু করতে হবে।

৬. পার্শ্ব শিক্ষক, বৃত্তিমূলক, এমএসকে, এসএসকে, আইসিটি শিক্ষক এবং শিক্ষাবন্ধুদের কেন্দ্রীয় নীতি মেনে ভাতা দিতে হবে।৭.জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে চালু করতে হবে।