পশ্চিম বর্ধমান, ১৮ মে (হি. স.) : বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারকে ‘ট্রাবল ইঞ্জিন’ সরকার বলে কটাক্ষ করলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার জামুরিয়ায় এক সমাবেশে তিনি বলেন, এখানে দীর্ঘদিন ধরে দমকল স্টেশনের দাবি। এই সমস্যার কথা জামুরিয়ার মানুষ আমাকে জানিয়েছেন। শিল্পাঞ্চল এলাকা জামুরিয়া। দমকলের তো প্রয়োজন আছে। আমি খুব শীঘ্রই এখানে দমকল স্টেশনের ব্যবস্থা করব। আজকেই দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলবো। জামুরিযার বিধায়ক হরেরাম সিং এর কাছে দমকল স্টেশনের আবেদন করা হয়েছে কিনা মঞ্চেই জানতে চান তিনি। হরেরাম সিং জানান আবেদন ইতিমধ্যেই তিনি করেছেন।
জামুড়িয়ায় ‘লিট্টি চোখা অনুষ্ঠানে’ অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, জামুরিয়া এলাকার মানুষ তাকে জানিয়েছেন পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যাও শীঘ্রই সমাধান করবেন আশ্বাস দেন। বিজেপির নাম না করে তিনি বলেন ধর্ম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”