অন্ধ্রপ্রদেশে হিট এন্ড রান দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬ জন মহিলা কর্মী

পন্ডুগাল্লু, ১৭ মে (হি. স.) : অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার একটি গ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা ছয় মহিলা শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং অনেক আহত হয়েছেন, এমনটাই পুলিশ জানিয়েছে। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।

প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানার মহিলারা লঙ্কা কাটার জন্য রাজ্যের পালনাডু জেলার পুলিপাদু গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। “গুডুরু থেকে লখনউগামী একটি লেবু বোঝাই ট্রাক ভোর ৪.৪২ মিনিট নাগাদ অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়…,” গুরজালা মহকুমা পুলিশ অফিসার এ. পাল্লাপু রাজু এমনটাই জানিয়েছেন৷