কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া! অনুগামীদের ভিড় বেঙ্গালুরুর বাসভবনে

বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): কর্ণাটকে বিরাট সাফল্যের পরে জয়ী বিধায়কদের নিয়ে বারবার বৈঠকে বসছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, কিছুটা এগিয়ে রয়েছে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। অন্যদিকে, ডিকে শিবকুমারের নামও ভেসে আসছে। তবে কংগ্রেস শিবির থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি।

এরই মধ্যে সিদ্দারামাইয়ার বেঙ্গালুরু বাসভবনে ভিড় জমালেন অনুগামীরা। পোস্টারে দুধ দিয়ে ধুইয়ে দিলেন প্রিয় নেতার মুখ। সিদ্দারামাইয়ার সমর্থকরা আনন্দে আতশবাজিও ফাটান। তাঁদের এই আসলে সত্য হয় কি-না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *