নদিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন, পাকড়াও অভিযুক্ত স্বামী

ভীমপুর (নদিয়া), ১৭ মে (হি.স.) : পরকীয়ার সন্দেহে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার এলাঙ্গি মাঝেরপাড়া এলাকায় ৷ মৃত মহিলার নাম অঞ্জলি বিশ্বাস ৷ বয়স আনুমানিক ৪৫ বছর ৷ অভিযুক্ত স্বামী শৈলেন বিশ্বাসকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ ৷

সূত্রের খবর, পরকীয়া সন্দেহে স্ত্রী অঞ্জলির সঙ্গে প্রায় অশান্তি করতেন শৈলেন ৷ এ নিয়ে অঞ্জলি বিশ্বাস তেমন কোনও প্রতিবাদ বা চিৎকার করতেন না ৷ কিন্তু, অভিযোগ শৈলেন মাঝে মধ্যেই স্ত্রীকে মারধর করতেন ৷ মঙ্গলবার সকাল থেকেই নিত্যদিনের মতো বাক-বিতণ্ডা চলছিল স্বামী-স্ত্রীর ৷ পুলিশ জানতে পেরেছে, বিকেল নাগাদ সেই অশান্তি চরমে ওঠে ৷ কথা কাটাকাটি বচসার রূপ নেয় । অভিযোগ, রাতে আচমকাই একটি ধারালো অস্ত্র দিয়ে অঞ্জলি বিশ্বাসকে কোপাতে শুরু করেন শৈলেন ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্ত্রী অঞ্জলি ৷

প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা চিৎকার শুনে ঘটনাস্থলে যান এবং রক্তাক্ত অবস্থায় অঞ্জলিকে পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা গুরুতর অবস্থায় অঞ্জলি বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ তবু শেষরক্ষা হয়নি । হাসপাতালে চিকিৎসকরা অঞ্জলি বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ ৷ জানা গিয়েছে, স্ত্রীকে খুনের পর অভিযুক্ত শৈলেন বিশ্বাস পালানোর চেষ্টা করেছিলেন ৷ স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন ৷ পরে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয় ৷