মহারাষ্ট্র: পুনেতে বাস দুর্ঘটনায় আহত ১৬ জন

পুনে, ১৭ মে (হি.স.) : পুনে জেলার ইয়াভাত শহরের পাটাস টোল প্লাজার কাছে একটি রাষ্ট্রীয় পরিবহন (এসটি) বাস দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন বলে পুলিশ কর্তারা জানিয়েছেন।

“মঙ্গলবার রাতে পুনে জেলার ইয়াভাত শহরের পাটাস টোল নাকার কাছে একটি রাষ্ট্রীয় পরিবহন (এসটি) বাস দুর্ঘটনার পর ১৬ জন যাত্রী আহত হয়েছে,” পুনে জেলা প্রশাসন জানিয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।