নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে।
মঙ্গলবার রাতে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে।অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২৪টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে।