ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।।পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। বুধবার বিলোনিয়ায় স্কুল ক্রিকেটের ফাইনাল, উদয়পুরে স্কুল ক্রিকেটের সেমিফাইনাল, আমবাসায় এবং ধর্মনগরে সিনিয়র ক্রিকেটের আসর ছিলো। বৃষ্টির জন্য সবকটি ম্যাচই পরিত্যক্ত হয়। রিজার্ভ ডে-তে করার পরিকল্পনা রয়েছে ম্যাচ গুলোর। সকালে খেলা শুরু হলেও আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় সবকটি ম্যাচই বন্ধ রাখা হয়। উদয়পুরের কে বি আই মাঠে সেমিফাইনালে গরিয়া আকাদেমি টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ২৬.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে হামবাই জমাতিয়া ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং রমেন জমাতিয়া ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। জামজুরি স্কুলের পক্ষে অভিজিৎ দাস ৩ উইকেট পেয়েছে। এরপরই শুরু হয় বৃষ্টি। শেষ ম্যাচটি স্থগিত রাখা হয়। আজ রিজার্ভ ডে তে পুনরায় হবে ম্যাচটি। বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির জন্য। সকালে টসে জয়লাভ করে আর্যকলোনী স্কুল প্রথমে ব্যাট নিয়ে ২৩.১ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করার পর শুরু হয় বৃষ্টি। ফলে আর খেলা হয়নি। আর্য কলোনী স্কুলের পক্ষে উদয় মিত্র ১১ রান করে। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে মানিক সরকার (৩/১৪) সফল বোলার।
2023-05-17