রোজগার মেলা: আজ ৭১,০০০ নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : আজ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী রোজগার মেলা’-এর অধীনে সরকারি বিভাগে নির্বাচিত ৭১ হাজার যুবকদের নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকার বিভাগ, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তরুণদের সরকারি চাকরি দেওয়ার প্রচারের আওতায় এটি পঞ্চম রোজগার মেলা। এর আওতায় সারাদেশে ৪৫টি স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী মোদীও ভার্চুয়ালভাবে এই যুবকদের ভাষণ দেবেন। এতে করে কর্মসংস্থান মেলার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগপত্র দেওয়ার সংখ্যা দাঁড়াবে ৩ লাখ ৫৯ হাজারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী গত বছরের ২২ অক্টোবর ১০ লক্ষ সরকারি চাকরি প্রদানের প্রচারাভিযানের সূচনা করে ‘রোজগার মেলা’র প্রথম পর্ব চালু করেছিলেন।