শিলচরের রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি, আহত আট, সংকটজনক দুই

শিলচর (অসম), ১৬ মে (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের শহরতলি রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে করিমগঞ্জ পুলিশের রিজার্ভড টাটা সুমো। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আনুমানিক ১১ নাগাদ। ঘটনায় আহত হয়েছেন সুমো চালক সহ আট পুলিশকর্মী। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।

আহত পুলিশকর্মীরা যথাক্রমে করিমগঞ্জ সদর থানার হেড কনস্টেবল অজিত নাথ লস্কর, কনস্টেবল সুরমান আলি, কলিম উদ্দিন, নজরুল হুসেন লস্কর, আব্দুল কাদির, বাবুল হুসেন লস্কর, হাবিব উদ্দিন এবং সুষেণ শুক্লবৈদ্য।

জানা গেছে, গতকাল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে একটি টাটা সুমো ভাড়া করে পুলিশের দল করিমগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। দুরন্ত টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বারো চাকার লরিতে। আর এতেই দুমড়ে-মুচড়ে যায় সুমো গাড়িটি। গাড়িতে দুই অভিযুক্ত সহ মোট ১১ জন থাকলেও এদের মধ্যে আটজন আহত হয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। বর্তমানে মেডিক্যালে তাদের চিকিৎসা চলছে। আহত সুষেণ শুক্লবৈদ্য ও অজিত নাথের অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই উভয়কে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেডিক্যাল কলেজে যান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি আহতদের খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
স্থানীয়দের অভিযোগ, রাহুল নামের জনৈক সুমো চালক নেশাগ্রস্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারেন। দুর্ঘটনায় চালক সহ আট পুলিশ কর্মী আহত হলেও অক্ষত অবস্থায় রয়েছে দুই অভিযুক্ত, জানা গেছে পুলিশ সূত্রে।