বদরপুর (অসম), ১৬ মে (হি.স.) : ফের করিমগঞ্জ জেলার বদরপুর রেলস্টেশন থেকে গাঁজা বাজেয়াপ্ত করেছে রেলপুলিশ । পাশাপাশি আটক করা হয়েছে বিহারের বাসিন্দা চার মহিলাকে ।
মঙ্গলবার দুপুরে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে (১৩১৭৪) তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বৃহৎ পরিমানের গাঁজা । রেলপুলিশের এক আধিকারিক বলেন, সূত্রের খবর ছিল । সেই মতেই কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে স্টেশনে ঢুকার আগেই পুলিশের অভিযানকারী দল তৈরি থাকে । নির্দিষ্ট সময়ে ট্রেইন স্টেশনে ঢুকলে তল্লাশি শুরু হয় ।
এরপর সূত্রের খবর মতেই একটি বগিতে তল্লাশি করলে জনৈক যাত্রীদের ব্যাগে থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমানের গাঁজা । এরপর আটক করা হয় চার জন মহিলাকে । ধৃত চার মহিলা বিহারের বাসিন্দা, জানান রেলপুলিশের আধিকারিক ।