চাকরি হারাদের জন্য সরকার আইনত যতদূর সম্ভব যাবে, আশ্বাস মমতার

কলকাতা, ১৫ মে (হি. স.) : প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চাকরি হারাদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগা করার চেষ্টা করছে। তাঁদের জন্য সরকার আইনত যতদূর যাওয়ার যাবে, এমনটাই আশ্বাস দিলেন মমতা।

সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৩৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমার কাছে প্রচুর ফোন আসছে, অনেকে আমার কাছে আসছে। প্রত্যেকের পরিবারে যদি ৬ জন করে থাকে, তাহলে রাতারাতি প্রায় ২ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। এটা বিচারাধীন বিষয়। তাই কিছু বলব না।

আমি সরকারের অবস্থানটা বলব। এমনিতেই অনেক নিয়োগ বাকি আছে। এই সব ঘটনার জন্য সেগুলো আরও দেরি হচ্ছে। আমি কোর্টকে দায়ী করছি না। কোর্টের নির্দেশকে সম্মান জানাচ্ছি ।

যাঁরা ডিএ-র জন্য প্রতিদিন চীৎকার করছে, তাঁদের জন্যই ৩৬ হাজারের চাকরি চলে গেল, তাঁদের কথা কেউ ভাবছে না। কী কারণে চাকরি গেল, সেগুলো নিয়ে আমাদের আইনজীবীরা কথা বলবে। কেউ দাবি করেছিল, ওরা নাকি প্রশিক্ষণ নেয়নি। কিন্তু সেটা ঠিক নয়। একটা নির্দেশ ছিল, চাকরিতে ঢোকার তিন বছরের মধ্যে ট্রেনিতে হবে, সেটা প্রত্যেকের নেওয়া আছে।

চাকরিহারাদের আবেদন করব, অবসাদে ভুগবেন না, মানসিক ভারসাম্য হারাবেন না, মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক। আইনি পথে যতদূর লড়তে হয় লড়ব। আমার কাছে অনেক খবর আছে। অনেকে অবসাদে ভুগছেন। কেউ যদি কিছু একটা ঘটিয়ে ফেলে তখন তার দায় কে নেবে! মানুষের জীবনের দাম অনেক। সত্যি অন্যায় করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না।