রাতের তাপমাত্রা ফের কমল জম্মু ও কাশ্মীরে, উপত্যকায় ফের বৃষ্টির পূর্বাভাস

শ্রীনগর, ১৫ মে (হি.স.): বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রাতের তাপমাত্রা কমল জম্মু ও কাশ্মীরের সর্বত্রই। বানিহাল ছাড়া জম্মু ও কাশ্মীরের সর্বত্রই সোমবার রাতের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। শ্রীনগরে তাপমাত্রা কমে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, পহেলগামে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ২.৫ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস।

বিগত ২৪ ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজেছে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত। সোমবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত পহেলগামে ৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, গুলমার্গে বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫-১৬ মে সময়কালে কাশ্মীরের আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং বিচ্ছিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৭-২০ মে সময়কালেও আবহাওয়া একই রকম থাকবে।