গিরিডি, ১৪ মে (হি.স.) : জাল নোটের ব্যবসায় জড়িত এক ব্যবসায়ীসহ দুজনকে আটক করে সারিয়া থানা পুলিশ। দুজনকেই সারিয়া থানা এলাকায় পৃথক দুটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে, স্টেশন ইনচার্জ সন্তোষ কুমার মৌর্য রবিবার বলেন, ধনওয়ার থানা এলাকার পুরানপাতারির বাসিন্দা ভাটো মাহতো, সারিয়া পবিত্র তীর্থস্থানে জাল নোট দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত সারিয়া থানার অশোক পাসোয়ান। তাকে কোরিয়াতান্ড থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
2023-05-14